খেলাঘর বাঁধতে লেগেছি।



"একলা জীবন"

"বোকার মত ঠাঁয় দাঁড়িয়ে আছে রোদ্দুরে"------বলেই হাত ধরে টেনে নিয়ে গেল বান্টি। ভিড়ের মধ্যে কিছুই বলতে পারেনি ছেলেটা। মুখের দিকে শুধু চেয়ে ছিলো।আর বলতই বা কি, নতুন প্রেমের কাঁচা গন্ধ যে এখনও জামায়-সান্ডো গেঞ্জি থেকে মিলিয়ে যায়নি। ___________সোজা সংহতি । একটু প্রেমের ছোঁয়া পাবার আশায় এখানে সবাই জোড়ায় জোড়ায় আসে।ঝাউ বনের ছায়ায় ধপ করে বসে পড়ল বান্টি,জল খেতে খেতে শুধু বলল চার টাকার টিকিটও কেটে ভেতরে বসতে পারোনি।
ফুট ব্রীজ থেকে নামতে নামতে ভাবছিলো,অনেক কিছুই বলবে আজ।বান্টি জানত ও একটু কৃপণ।শুধু খরচের বেলায় নয়,কথাও বলে মেপে মেপে।

_______________________________
পড়তে থাকুন আগামী সংখ্যায়